ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কত ম্যাকরন আসলো গেল: আন্দালিব রহমান পার্থ

খোলাকাগজ ডেস্ক
🕐 ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সরব সারাবিশ্বের মুসলমানরা। এতে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিবাদ করে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মঙ্গলবার পার্থ লেখেন, ফ্রান্স এর রাষ্ট্রপতি ম্যাকরন বাক স্বাধীনতার নামে ইসলামকে কটূক্তি কিংবা অপমান করার পক্ষে অবস্থান নিয়েছেন, অথচ তুর্কি রাষ্ট্রপতি ম্যাকরনকে মানসিক রোগী বলায় তুর্কি দুতকে ফেরত পাঠিয়ে দিয়েছেন ... এখন আর ম্যাকরন বাকস্বাধীনতা চোখে দেখে না।

আসলে যারা ইসলাম এর বিরুদ্ধে তারা সবসময় মুক্তচিন্তা, বাকস্বাধীনতা , গনতন্ত্র এইসব ব্যাবহার করে ইসলাম কে অপমান করতো। হাজার বছর ধরেই এই অপচেষ্টা চলে আসছে আর এতে করে ইসলাম এর কিছুই যায় আসে না।

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং চিরকাল তিনিই থাকবেন। এরকম কত ম্যাকরন আসলো গেল,ইসলাম সর্ব শ্রেষ্ঠ ধর্ম থেকেই গেল যোগ করেন তিনি।

 
Electronic Paper