ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আগামীকাল থেকে সৌদি রুটে ফ্লাইট শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামীকাল (১ অক্টোবর) থেকে প্রতি সপ্তাহে সৌদি আরব রুটে ২০টি করে ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১০টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট চলাচল করবে। অধিক সংখ্যক ফ্লাইট চলাচলের কারণে প্রবাসীদের সৌদি আরব যেতে সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

বুধবার উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি ছাড়া অন্য কোনো দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখন সপ্তাহের ১৭টি ফ্লাইট চলাচল করে। এ সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, দেশে অবস্থান করা প্রবাসী কর্মীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে পর্যায়ক্রমে পাঠানো হবে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং কোফিল (সৌদির মালিক) আর নিয়োগ দেবেন না এমন অর্ধশত প্রবাসীর সৌদি যাওয়া হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনা সভায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়ায় প্রতিনিধিরা অংশ নেন।

 
Electronic Paper