ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোন দিনও রাতের বেলা ভোট হয়নি: সিইসি

পাবনা প্রতিনিধি
🕐 ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, দেশে কোন দিনও রাতের বেলা কোন ভোট হয়নি। গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণর করতে হবে। বুধবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন শৃংখলা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে যাবে ব্যালট পেপার। স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনী আইন শৃংখলা সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper