ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৩ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ০৭, ২০২০

বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে,অপরদিকে পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মনু নদী ব্যাতীত উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিন্মাঞ্চলেরর বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

দেশের ১০১ টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮ টি।

এর মধ্যে বৃদ্ধি ৩৪ টি এবং হ্রাস ৬৩ টির,বিপদসীমার উপরে নদনদীর সংখ্যা ১৪ টি এবং অপরিবর্তিত ০৪ টি,আক্রান্ত জেলার সংখ্যা ১৩ টি,বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ২০ টি,বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন ২২ টি।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, পটুয়াখালী ৬৬ মিলিমিটার,মৌলভীবাজার ৫১ মিলিমিটার ও বরগুনা ৫৫ মিলিমিটার।

 

 
Electronic Paper