ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পবিত্র হজ উদযাপিত

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও নিজেদের গুনাহ মাফের জন্য কান্নাকাটির মাধ্যমে পালিত হলো এবারের পবিত্র হজ। গতকাল সোমবার ইসলামের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) স্মৃতিবিজড়িত আরাফার ময়দানে হাজির হয়ে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে বিশ্বের এই মহাসম্মিলন পালিত হয়।

আজ মঙ্গলবার শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি শেষে মাথা মুণ্ডন করে মক্কা নগরীতে ফিরবেন হাজিরা। এরপর পবিত্র     কাবা ঘর বায়তুল্লাহ শরিফে বিদায়ী তাওয়াফ করবেন হাজিরা। সৌদির স্থানীয় সময় অনুযায়ী, ১০ জিলহজ সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার আগে জামারাতে আক্কাবায় (বড় শয়তানকে) গিয়ে ৭টি কঙ্কর ছুড়বেন ধর্মপ্রাণ এসব মুসল্লিরা। পরে ১১ ও ১২ জিলহজ হাজিরা প্রতিদিন তিন শয়তানকে ২১টি করে কঙ্কর মারবেন। প্রথমে ছোট, তারপর মাঝারি ও সব শেষে বড় জামারাতে শয়তানের প্রতি পর্যায়ক্রমে কঙ্কর ছোড়ার মাধ্যমে হাজিরা শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার শপথ নেন। হজ পালনের আগে বা পরে হাজিরা মদিনা শরিফে গিয়ে মহানবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করে থাকেন।
গতকাল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পুরো আরাফাতের ময়দান মুখরিত হয়ে ওঠে। এ সময় সবার চোখের কোণ গড়িয়ে পানি পড়তে থাকে। ঐতিহাসিক আরাফাত ময়দানে সারা দিন অবস্থান, খুতবা শ্রবণ, জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায়, আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় হজের মূল পর্ব। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা দেন মসজিদে নববীর ইমাম ড. শাইখ বিন আব্দুল আজিজ। বাংলাদেশ টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করে। খুতবায় তিনি সব কাজে খোদাভীতি ও জীবনের প্রতিটি স্তরে ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
সৌদি হজ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশ্বের ১৫০টি দেশের ২০ লাখেরও বেশি মুসল্লি এবার হজ পালন করছেন। তাদের মধ্যে এক লাখ ২৬ হাজার বাংলাদেশি রয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়, হজ পালনের জন্য মক্কায় আসা মুসল্লিরা গত শুক্রবার মসজিদুল হারামে (কাবা শরিফ) জুমার নামাজ আদায় করেন। সৌদিতে ৭ জিলহজ, অর্থাৎ গত শনিবার থেকেই তারা হজের আনুষ্ঠানিকতা শুরু করেন, যা শেষ হবে আজ।

 
Electronic Paper