ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লাজফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

৭৬ ধরনের অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ রাখার দায়ে রাজধানীর কাকরাইলে ওষুধ বিপণিবিতান লাজফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, লাজফার্মায় ৭৬ ধরনের আমদানি নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ পাওয়া গেছে। এছাড়া অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।

তিনি বলেন, আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন প্রতিষ্ঠানটি মজুদ করে। আমরা সবগুলো জব্দ করেছি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের কাকরাইল শাখার ম্যানেজার রতন কুমার মণ্ডলসহ পাঁচজনকে পাঁচ লাখ টাকা ২৫ লাখ টাকা ও দু’জনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পলাশ কুমার বসু বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধের মেয়াদ মুছে টেম্পারিং করে পুনরায় বিক্রিরও অভিযোগ রয়েছে।

 
Electronic Paper