ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢামেক করোনা ইউনিটে পাঁচ দিনে ৭৫ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের করোনা ইউনিটে গত ৫ দিনে ৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিল ১৭ পুরুষ ও ৪ নারীসহ মোট ২১ জনের। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে ১১ জুলাই পর্যন্ত করোনা ইউনিটে ১ হাজার নয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২৫০ জনই করোনায় আক্রান্ত ছিলেন। ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর গতকাল শনিবার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ দিনে করোনা ইউনিট ৭৫ জন মারা গেছেন। আমাদের এ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন হচ্ছে।

করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন, তাদের লাশ পরিবার ও স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ করোনা বিধি মোতাবেক তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 
Electronic Paper