ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৯ খাতে কর নতুনভাবে ধরেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

২০২০-২১ অর্থবছরে ১৯টি খাতে নতুনভাবে কর ধার্য করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সিটি করপোরেশন আইন অনুযায়ী খাতগুলোতে মোট ৯৬ কোটি ৫৮ লাখ টাকা রাজস্ব আয় ধরা হয়েছে। তবে বিগত সময়ে এসব খাত থেকে রাজস্ব আয় ধরা হয়নি। এবার নতুন অর্থবছর থেকে এ কর ধার্য করতে যাচ্ছে ডিএসসিসি।

ডিএসসিসির দ্বিতীয় পরিষদের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট প্রস্তুত করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উন্নয়নকে গুরুত্ব দিয়ে গত অর্থবছরের চেয়ে ৬৮ দশমিক ৪৪ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ১১৬ কোটি ৫৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছেন তিনি; যা গত অর্থবছরের চেয়ে ২ হাজার ৪৮৫ কোটি ১৯ লাখ টাকা বেশি। তবে বাজেটের প্রায় ৭৬ শতাংশই সরকারি ও বৈদেশিক উৎস থেকে ধরা হয়েছে।

গত ৭ জুলাই ডিএসসিসির দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বোর্ড সভায় নতুন বাজেট অনুমোদন দেওয়া হয়। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত অর্থবছরে বাজেট ছিল ৩ হাজার ৬৩১ কোটি ৩০ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫২৮ কোটি ৭১ লাখ টাকা।

যেসব খাতকে নতুনভাবে করের আওতায় আনা হচ্ছেÑ
১. রিকশা লাইসেন্স ফি : ২৪ কোটি টাকা
২. ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের জন্য আবেদনের ওপর কর : ৫ কোটি টাকা
৩. নগরীতে ভোগ, ব্যবহার বা বিক্রয়ের জন্য পণ্য আমদানির ওপর কর : ১ কোটি টাকা
৪. নগর থেকে পণ্য রপ্তানির ওপর কর : ১ কোটি টাকা
৫. টোল জাতীয় কর : ১২ কোটি টাকা
৬. পেশা বা বৃত্তির ওপর কর : ১ কোটি টাকা
৭. বিবাহ, তালাক, দত্তক গ্রহণ ও জিয়াফত বা ভোজের ওপর কর : ৬০ লাখ টাকা
৮. পশুর ওপর কর : ৬ লাখ টাকা
৯. জনসেবামূলক কার্যসম্পাদনের ওপর কর : ১০ লাখ টাকা
১০. সরকার কর্তৃক আরোপিত করের ওপর কর : ১২ লাখ টাকা
১১. শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার প্রভৃতির ওপর কর : ১ কোটি টাকা
১২. মেলা, কৃষি প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য জনসমাবেশের ওপর কর : ২০ লাখ টাকা
১৩. বাজারের ওপর ফি (ইজারা) : ১ কোটি টাকা
১৪. টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার ইত্যাদি নিবন্ধীকরণ ফি : ৫ কোটি টাকা
১৫. প্রাইভেট হাসপাতাল, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ইত্যাদির নিবন্ধীকরণ ফি : ১০ কোটি টাকা
১৬. করপোরেশন এলাকায় অবস্থিত হোটেলে অবস্থানকারীর ওপর নগর কর : ১ কোটি ৫০ লাখ টাকা
১৭. বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিযুক্ত প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিসিএসপি) নিবন্ধন ও বার্ষিক ফি : ৯ কোটি টাকা
১৮. ইউটিলিটি সার্ভিস প্রদানে রাস্তা ব্যবহারের ফি : ১২ কোটি টাকা
১৯. অন্যান্য (ব্যাংক সুদ, মেট্রো রেল, পদ্মা সেতু) : ১২ কোটি টাকা।

 
Electronic Paper