ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা চিকিৎসা শুরু বিএসএমএমইউয়ে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪০ পূর্বাহ্ণ, জুলাই ০৫, ২০২০

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 

গতকাল শনিবার সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, হাসপাতালের কেবিন ব্লকে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। তাই হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। এখানে আনুমানিক ২৫০ জন করোনা রোগী চিকিৎসা নিতে পারবেন। রোগীরা সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।

 

 
Electronic Paper