ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনলাইনে কোরবানির পশু বিকিকিনি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮

অনলাইনে বিকিকিনি ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত হওয়ার কারণে দিন দিনই বাড়ছে এ পদ্ধতির জনপ্রিয়তা। প্রযুক্তি মানুষের পাশে দাঁড়ানোয় সর্বত্রই ইতিবাচক পরিবর্তন হচ্ছে। বাঁচছে সময়, কমছে ঝক্কি। আগে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে মানুষ বাজারে গেলেও বর্তমানে অনলাইনেই মিলছে সব।

পণ্যের বড় বাজার এখন ভার্চুয়াল জগতে। ঝক্কি ঝামেলা না থাকায় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির একাংশ কেনাকাটার জন্য বেছে নিয়েছে স্বাচ্ছন্দ্যময় অনলাইন ব্যবস্থাকে।
অনেকেই এখন অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন। অনলাইন শপিংয়ের অনেক রকম সুবিধা থাকলেও অসুবিধা একটাই-পছন্দের জিনিসটা নেড়েনেড়ে, ভালোভাবে যাচাই করে কেনার সুযোগ নেই। নির্ভর করতে হয় ওয়েবসাইটে দেওয়া ছবির ওপর; সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর রাখতে হয় বিশ্বাস। অনলাইন কেনাকাটায় সর্বশেষ নজির কোরবানির পশু। ঘরে বসেই কোরবানির পশু মিলছে এটা এখন আর অবিশ্বাস্য কোনো বিষয় নয়। ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি ওয়েবসাইট।
অনলাইনে পশু বিক্রির সেবাদানকারী প্রতিষ্ঠাগুলো হচ্ছে বিক্রয় ডটকম, বেঙ্গল মিট, আমার দেশ ই-শপ, ক্লিক বিডি।
গত তিন বছর ধরে অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে দেশের অন্যতম রেডিমেড মাংস বিক্রেতা প্রতিষ্ঠান বেঙ্গল মিট। কোরবানির পশু জবাই থেকে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি। এ বছর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলার ক্রেতাদের পশু সরবরাহ করছে এ প্রতিষ্ঠান।
বেঙ্গল মিটের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ হাসান হাবিব খোলা কাগজকে বলেন, এবারের হাটের প্রধান আকর্ষণ হলো বেঙ্গল মিটের নিজস্ব ফিডলটে কমপক্ষে তিন মাস থেকে এক বছর পেশাদার ভেটেরিনারি ও পশু পালকের পর্যবেক্ষণে সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার ও প্রাকৃতিক উপায়ে পালিত পশু। এর মাধ্যমে ক্রেতারা সম্পূর্ণ স্টোরয়েডমুক্ত, রোগমুক্ত, স্বাস্থ্যবান কুরবানির পশু পাবেন ঘরে বসেই।
ই-কমার্সের জনপ্রিয় প্রতিষ্ঠান বিক্রয় ডটকমের ওয়েবসাইটে রয়েছে ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যের গরু। ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকার মধ্যে রয়েছে ছাগল। গ্রাহকরা কেনার আগে তাদের প্রত্যাশিত পশুটিকে খামারে সরাসরি দেখেও আসতে পারেন।
ক্লিক বিডি নামে একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ২০১২ সাল থেকে ওয়েবসাইটে কোরবানির পশু বিক্রি করছে। কোরবানির সময় ঘনিয়ে এলে ফেসবুক ও ইউটিউবে প্রচার-প্রচারণা শুরু চালায় প্রতিষ্ঠানটি। এ ওয়েবসাইটে ঈদের ১০ দিন আগে থেকে পশুর ছবিসহ ওজন, বয়স, রং, উচ্চতাসহ নানা ধরনের তথ্য দেওয়া থাকে।
পল্লী কোরবানি ডট কমে ঈদের আগে ২৫ শতাংশ দাম পরিশোধ করে পশু বুকিংয়ের সুযোগ দিচ্ছে। এ প্রতিষ্ঠান পশু দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে।
শুধু কোরবানির গরুই নয়, ঈদুল আজহা উপলক্ষে কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে কসাই পাওয়ার সুযোগও। সেবা ডট এক্সওয়াইজেড নাম এ প্রতিষ্ঠানের কসাই দেওয়ার ধরন হচ্ছে-গ্রাহকের কেনা পশুর মূল্যের ওপর হাজারে তিনশ টাকা নেওয়া হবে। এ সেবা দেওয়া হচ্ছে শুধু রাজধানীতেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘বুচার শপ কসাই সাপ্লাই’ নামক একটি পেজ থেকেও কসাই সেবা দেওয়া হচ্ছে। এ প্রতিষ্ঠানের সেবাও ঢাকায় সীমাবদ্ধ। এ প্রতিষ্ঠানটি গ্রাহকের পশুর মূল্যের ওপর প্রতি হাজারে নিচ্ছে ২০০ টাকা করে।

 

 
Electronic Paper