ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনের করোনা বিশেষজ্ঞ দল আসছে ৮ জুন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৪২ পূর্বাহ্ণ, জুন ০৫, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে আগামী ৮ জুন ঢাকায় পৌঁছাবে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল। গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় চীন দূতাবাস।

এতে বলা হয়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারান্টিন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে করোনা মোকাবেলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শেখ হাসিনা বিষয়টিতে রাজি হন। দুই পক্ষের আগ্রহের ভিত্তিতে চীনের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।

 
Electronic Paper