ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধান বিচারপতি করোনা আক্রান্ত নন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, জুন ০৪, ২০২০

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন এবং তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, '২৩ মে উনি করোনা পরীক্ষা করিয়েছিলেন, রিপোর্ট নেগেটিভ এসেছে।'

প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত নন।'

এদিকে এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, 'প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে।'

'সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়। গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে সই দেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই',- বলা হয় বিবৃতিতে।

 
Electronic Paper