ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ২২তম

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ২২তম। কয়েকদিন আগেই শনাক্তের তালিকায় শীর্ষ ২৫টি দেশের মধ্যে উঠে আসে বাংলাদেশের নাম।

গত বৃহস্পতিবার বিকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের অবস্থান ২২-এ উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংক্রমণ শনাক্তের বিচারে ভারত ও পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২৯ জন করোনা 
পজিটিভ হওয়ার পর বাংলাদেশে এখন শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।

দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপমহাদেশে তালিকার শীর্ষে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬১৩ জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২২৭ জন।

সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮২১ আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে স্পেন (পঞ্চম), ইতালি (ষষ্ঠ), ফ্রান্স (৭ম), জার্মানি (৮ম), তুরস্ক (নবম), ভারত (দশম), ইরান (১১তম), পেরু (১২তম), কানাডা (১৩তম), চীন (১৪তম), চিলি (১৫তম), সৌদি আরব(১৬তম), মেক্সিকো (১৭তম), পাকিস্তান (১৮তম), বেলজিয়াম (১৯তম), কাতার (২০তম), নেদারল্যান্ডস (২১তম)। এরপরের অবস্থানটিই বাংলাদেশের।

 
Electronic Paper