ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু

তোফাজ্জল হোসেন
🕐 ১০:৫৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

আম্পানে ক্ষতিগ্রস্ত সকল বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ শুরু হয়েছে। ঈদের ছুটির মধ্যেও এসব কাজ অব্যাহত থাকবে। তাছাড়া সারা দেশে প্রায় ১৭ হাজার কিমি বাঁধ রয়েছে যার ৫ হাজার ৫৫৭ কিমি উপকূলীয় এলাকায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যমান সব বাঁধ আরও যুগোপযোগী ও উঁচু করতে পানি সম্পদ মন্ত্রণালয় বদ্ধপরিকর।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি দৈনিক খোলা কাগজকে বলেন, ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, বাগেরহাট এবং নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মোহসীন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালকসহ ক্ষতিগ্রস্ত উল্লিখিত এলাকা হেলিকপ্টারযোগে একত্রে পরিদর্শন করেন।

আগাম প্রস্ততির কথা উল্লেখ করে উপমন্ত্রী বলেন, দুর্যোগ পূর্বাভাসের সাথে সাথে সকল কর্মকর্তার ছুটি বাতিলসহ সর্বোচ্চ প্রস্ততির জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজের নির্দেশনা দিয়েছিলাম। মাঠে নির্বাহী প্রকৌশলীরা জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে কাজ করেছে।

তাছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। এছাড়া সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলাঞ্চলের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প রয়েছে। উল্লেখ্য, খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৯ পয়েন্টে প্রায় ৬.৫ কিমি বাঁধ ভাঙনের কবলে পড়ে এবং ৭টি পয়েন্টে নদীতীর ভাঙন হয়ে থাকে।

 
Electronic Paper