ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌদিতে করোনায় আরও ২ বাংলাদেশির মৃত্যু

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব দিনকে দিন বেড়েই চলেছে। প্রতিনিয়তই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ। একইসঙ্গে বাড়ছে আতঙ্ক। প্রানঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল দেশটির অন্যতম পবিত্র নগরী মদিনা শরিফে মারা যান তারা। এ নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেলেন।

তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ ও নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া।

এর আগে সৌদিতে আরও পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৭। সুস্থ হয়েছেন ৩৫ জন, মোট সুস্থের সংখ্যা ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৫১৫ জন।

বিশ্বের ৯৫ হাজারের বেশি মানষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেিতিন লাখ ৫৫ হাজার ২৬২ জন।

 
Electronic Paper