ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, কেবলমাত্র দলীয় কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হচ্ছে। ত্রাণ বিতরণে এধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। করোনা আক্রান্ত মানুষ যথাযথ সেবা পাচ্ছে না।

এদিকে রাজধানীর গেণ্ডারিয়া, পুরানা পল্টন ও মুগদা থানায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখা। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে এসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 
Electronic Paper