ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি এছাড়াতে ও এই ভাইরাসের সংক্রমণ রোধে এ বছর বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।

 

 
Electronic Paper