ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারে ১৯১ আবেদন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

মুজিবর্ষ উদযাপনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দেবে শিল্প মন্ত্রণালয়। এর জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ১৯১টি আবেদন শিল্প মন্ত্রণালয়ে জমা পড়েছে। এর মধ্যে বৃহৎ শিল্পে ৭১টি, মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি, হাইটেক শিল্পে ৬টি, কুটির শিল্পে ৮টি এবং হস্ত ও কারুশিল্পে ১৩টি আবেদন এসেছে।

৭টি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে মোট ২১টি পুরস্কার প্রদান করা হবে।

গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব মোঃ আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। সভায় পুরস্কার প্রদানের সার্বিক প্রস্ততি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

 
Electronic Paper