ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধু স্মরণে শরীয়তপুরে সড়ক

শরীয়তপুর প্রতিনিধি
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শরীয়তপুরে বঙ্গবন্ধু স্মরণে সড়ক উদ্বোধন করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে মোট ১১টি সড়কের নতুন নামকরণ করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ. রাজ্জাক, আলহাজ সুলতান হোসেন মিয়া ও মুক্তিযোদ্ধা শহীদ আবু তাহেরের নামে নামকরণ করা সড়কও রয়েছে।

সংসদ সদস্য ইকবাল হোসেন অপু গতকাল এ সড়কগুলো উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতয়াল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রব মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার ও পৌর কাউন্সিলররা। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর পৌরসভা এ সড়কের উন্নয়ন করেছে।

এর আগে সংসদ সদস্য ২৫০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 
Electronic Paper