ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিটি করপোরেশনের ভোটে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের ২৯ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তাদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে জানানো হয়।

আর আগামী ৩০ জানুয়ারি বিকেলে শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার উপস্থিত থাকবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে চলতি বছরের আগামী ১ ফেব্রুয়ারি ভোট হবে। এর আগে ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে পেছানো হয় ভোট।

 
Electronic Paper