ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রবর্তন

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্প পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এ পুরস্কারের শিরোনাম হচ্ছে- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এটি প্রবর্তন করেছে।

এ বছর প্রথমবারের মতো ৭টি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পোদ্যোক্তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে।

প্রথম পুরস্কারের মান নগদ তিন লাখ টাকা, ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট ও একটি রেপ্লিকা, দ্বিতীয় পুরস্কার নগদ দুই লাখ টাকা, ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট ও একটি রেপ্লিকা এবং তৃতীয় পুরস্কার নগদ এক লাখ টাকা, ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট ও একটি রেপ্লিকা।

এ পুরস্কারের জন্য ইতোমধ্যে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ক্যাটাগরিভিত্তিক আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

 
Electronic Paper