ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৮২৩৮ ঋণখেলাপির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

জাতীয় সংসদে আট হাজার ২৩৮ জন ঋণখেলাপি ব্যক্তি ও কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার সংসদে ১০৭ পৃষ্ঠার একটি বিস্তারিত ঋণখেলাপির তালিকা উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, গত বছরের নভেম্বরভিত্তিক হালনাগাদ তথ্যানুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি চার লাখ টাকা। বাংলাদেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সিআইবি ডাটাবেজে রক্ষিত তথ্য অনুযায়ী এই ঋণখেলাপির চিত্র তুলে ধরা হয়।

টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৫টি ব্যাংকের পরিচালকরা নিউ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। তাদের গৃহীত ঋণের বকেয়া স্থিতি এক হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

বকেয়া স্থিতির এই পরিমাণ মোট ঋণের ০.১৬৬৬ শতাংশ। এ ছাড়া ব্যাংক পরিচালকদের গৃহীত ঋণের উপস্থিতির পরিমাণ এক লাখ ৭১ হাজার ৬১৬ কোটি ১২ লাখ ৪৭ হাজার টাকা, যা ব্যাংকগুলোর মোট প্রদেয় ঋণের ১১.২১ শতাংশ। এসব কর্মকর্তা নিজ ব্যাংক ব্যতীত অন্য ৫৫টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বলে জানানো হয়।

 
Electronic Paper