ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকার পদক্ষেপ

আরও ৫০ হাজারের তালিকা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে আরও ৫০ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ তালিকা হস্তান্তর করা হয়।

এর আগে তিন দফায় ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল মিয়ানমারের হাতে মোট মিলিয়ে ১ লাখ ৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হলো।

এ বিষয়ে পররাষ্ট্ররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, এবারে মোট ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে। আগের তিন দফায় আমরা যে ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছি তার মধ্যে দুই দফায় ১২ হাজারের মতো রোহিঙ্গা যাচাই-বাছাই হয়েছে। এরমধ্যে ৮ হাজার ৭০০ জনকে মিয়ানমার তাদের নাগরিক হিসেবে মেনে নিয়েছে। ৬৮ জনকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণ তালিকা প্রায় শেষের পথে। পর্যায়ক্রমে এসব তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু এ ব্যাপারে মিয়ানমারের অনীহার কারণে যাচাই-বাছাই খুব ধীরগতিতে এগুচ্ছে। বারবার তাগাদা দেওয়ার পরও হেলদোল নেই তাদের।

 
Electronic Paper