ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব জাফর উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাণিজ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মফিজুল ইসলাম গত ৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে গেছেন।

জাফর উদ্দিন এর আগে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সামস্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০০৮ সালে ফিলিপাইন্সের ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

জাফর উদ্দিন নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন।

জাফর উদ্দিন জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, পেট্রোবাংলা ও ইনস্টিটিউট অব ফিন্যান্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 
Electronic Paper