ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু নিয়ন্ত্রণে ফের চিরুনি অভিযান

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু করেছে। এবারের অভিযানেও বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ও মশা বংশবিস্তারের পরিবেশ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবে ডিএনসিসি।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে এ চিরুনি অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে গত ২৫ আগস্ট থেকে মশা মারতে ১২ দিনের চিরুনি অভিযান পরিচালনা করে ডিএনসিসি। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফা চিরুনি অভিযানের মতো দ্বিতীয় দফার অভিযানকালেও পরিছন্নতা কর্মীরা প্রতিটি বাড়ি ও স্থাপনায় গিয়ে এডিস মশার লার্ভা বা বংশবিস্তার উপযোগী পরিবেশ রয়েছে কি-না তা পরীক্ষা করে দেখবে।

আগের অভিযানের ১২ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ১ লাখ ২১ হাজার ৫৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এক হাজার ৯৫৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছিল ডিএনসিসি।

এছাড়া ৬৭ হাজার ৩০৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পেয়েছিল বলে জানায় ডিএনসিসি।

 
Electronic Paper