ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চালক-হেলপারসহ সড়কে ১৪ মৃত্যু

কবে থামবে লাশের মিছিল

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

সড়কে ঝরেছে ১৪ প্রাণ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পৃথক দুর্ঘটনায় সিরাজগঞ্জে চালক-হেলপারসহ তিনজন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ, লালমনিরহাট, ঢাকা, নড়াইল, কিশোরগঞ্জ, বরিশাল, গাজীপুর, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও যশোরে একজন করে নিহত হন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাবারীপাড়া এলাকায় বাসের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে ট্রাকটির হেলপার নজরুল ইসলাম (৩২)।

এদিকে সলঙ্গায় বাসচাপায় আব্দুল লতিফ (২৮) নামে এক বাসের চেকার নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি বিভিন্ন যাত্রীবাহী বাসের চেকার হিসেবে কর্মরত ছিলেন।

ময়মনসিংহে বৃদ্ধ নিহত : ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় হাসেন আলী সরকার (৭০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে উপজেলার কাকনী বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ১ : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী জুলহাস হোসেন (৪০) নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকায় মাইক্রোবাসের ধাক্কায় চুয়েট ছাত্রের মৃত্যু : ঢাকার ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কামরুল হাসান সানি (২১) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বুধবার রাত ৯টার দিকে সানিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলে চালক নিহত : নড়াইল সদর উপজেলার আগদিয়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিনচালিত এক নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল সকালে গোবরা-নওয়াপাড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু : কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে রায়হান মিয়া (১৯) নামে ট্রাক্টরের এক হেলপারের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলার বড়ভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে নিহত ১ : বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় হেলাল মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার বিকালে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী প্রথম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যু : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সিরাজগঞ্জের উল্লাপাড়ার ওয়ালিপুর এলাকার আব্দুর রহিম প্রামাণিক (৩৮)। তিনি কালিয়াকৈরে থেকে কোনাবাড়ী নতুনবাজার এলাকায় একটি মিনি পোশাক কারখানায় চাকরি করতেন।

নওগাঁয় নিহত ১ : নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ভারশোঁ ইউনিয়নের সগুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

দিনাজপুরে নিহত ১ : দিনাজপুরের বোচাগঞ্জে একজনের মৃত্যু হয়েছে গত বুধবার রাত সাড়ে ১১টায়। বোচাগঞ্জের মুশিদহাট ইউনিয়নের সিদাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে। মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল ইসলাম (৪৬) সিদাহার বাজার থেকে নিজ বাড়ি ফেরার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

কুড়িগ্রামে শিক্ষকের মৃত্যু : কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে আব্দুল বাতেন মাস্টার (৬৫) বাড়ি থেকে মোটরসাইকেলে নাজিমখান বাজার যাওয়ার পথে ইজি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মৃত্যু ঘটে।

যশোরে হেলপার নিহত : যশোরের কেশবপুরে গতকাল সকালে বাঁশবাড়িয়া এলাকায় একটি তেলবাহী ট্রাক নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছেন। গাড়ির হেলপার সাব্বির হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

 
Electronic Paper