ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু কেড়ে নিল আরও ৪ প্রাণ

খোলা কাগজ ডেস্ক
🕐 ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ডেঙ্গুতে মারা গেলেন আারো ৪ জন। শনিবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী, ফরিদপুর মেডিকেলে এক কলেজ ছাত্রসহ দুইজন এবং সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন কলেজছাত্রের মৃত্যু হয়। গত জুনে ঢাকায় ডেঙ্গু দেখা দেওয়ার পর ক্রমশ এই রোগের বিস্তার ঘটে তা সারা দেশে ছড়িয়েছে। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর কথা জানায়। তবে বেসরকারী তথ্যমতে এই সংখ্যা আরো অনেক বেশি। 

ঢাকার প্রতিবেদক

ডেঙ্গু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা গেছেন মনোয়ারা বেগম নামে কিশোরগঞ্জের এক নারী।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মনোয়ারা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে। ১৩ অগাস্ট (মঙ্গলবার) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।


ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন মোল্লা (১৭)। সুমন মাগুরার শত্রুজিৎপুর কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। অপরজন রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ইউনুস শেখ (৫৫)।


সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত মেহেদী হাসান তালুকদার (১৮) শনিবার রাত সোয়া ১০টার দিকে মারা গেছেন। কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিরুল ইসলামের ছেলে মেহেদী। এ বছর হাজী করপ আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

 
Electronic Paper