ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু আক্রান্তে রেকর্ড

২৪ ঘণ্টায় ৪০৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:০০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন। যা আগের যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে। এবার ডেঙ্গুর লক্ষণ ভিন্ন হওয়ায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা। গতকাল পর্যন্ত চলতি জুলাই মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫০ জন। আর এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৭৯ জন। চলতি জুলাই মাসে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ২২৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৩ জন, মিটফোর্ড হাসপাতালে ৩৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১২৩ জনসহ ঢাকা শহরে ৪০৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৬৬৫ জন। বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা ঢাকায় আক্রান্ত রোগীর একটি অংশ মাত্র। কেননা ঢাকায় অবস্থিত বেসরকারি অনেক হাসপাতাল-ক্লিনিক স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা সত্ত্বেও কন্ট্রোল রুমকে তথ্য দেয় না। অধিদফতর থেকে বারবার জানানো হলেও বেসরকারি ক্লিনিকগুলো গুরুত্ব দিচ্ছে না।

স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাসমিন গতকাল খোলা কাগজকে বলেন, ঢাকায় অবস্থিত বেসরকারি অনেক হাসপাতাল কিংবা ক্লিনিক আমাদের ডেঙ্গু রোগীর তথ্য দিচ্ছে না। বার বার বলার পরও তারা তথ্য দিচ্ছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (হাসপাতাল) জাকিয়া সুলতানা বলেন, যেসব বেসরকারি হাসপাতাল তথ্য দেবে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper