ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমকে রেলওয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানায়। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি উক্ত সূত্র।

রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর ৫ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন)।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। যা চলতে পারে ২ আগস্ট পর্যন্ত।

রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

 
Electronic Paper