ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিরাপদ আমিষ উৎপাদনবৃদ্ধি করতে হবে: খসরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

দেশের বাজার ছাড়াও বিদেশের বাজারের মাংসের ব্যাপক চাহিদার রয়েছে। তাই দেশের মানুষের স্বার্থে মাংস ও দুধবৃদ্ধির প্রয়োজন আছে বলে মনে করেছেন মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

আজ (১৯ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়নে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক ড. বজলুর রহমান। বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের পিডি ড. বেলাল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক একে এম ফজলুল হক ভূঁইয়া ও মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আইনুল হক প্রমুখ।

সেমিনারে দেশের ক্রমবর্ধমান পশুসম্পদের লাগসই প্রযুক্তি আবিষ্কারের পাশাপাশি দেশের সরকারি-বেসরকারিখাতের খামারীদের নিয়ে সমন্বিত কার্যক্রমের প্রয়োজনের ওপর জোর দেওয়া হয়। গবাদিপশুর জেনেটিক পরিচয় চিহ্নিতকরনসহ তাদের আধুনিক ডাটাবেজসংরক্ষণে বিদেশীদের অভিজ্ঞতা কাজে লাগাবার কথা আলোচনা হয়।

 
Electronic Paper