ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্টেশন-টার্মিনালে ভিড়

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে এখনো রাজধানীতে ফিরছেন অনেকে। ফলে রাজধানীর রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে নগরে ফেরা মানুষের ভিড় থাকছেই। তবে ফেরার বেলায়ও বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মে থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেন। ৯ জুন অফিস খোলায় অনেকে ৮ জুন ঢাকায় ফিরতে শুরু করেন। তবে অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় গতকাল মঙ্গলবারও ফেরেন রাজধানীতে। এ ছাড়া যারা চাকরিজীবী নন, তারা এখন ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান বাহন লঞ্চ। নৌপথে সদরঘাটে এসেই লঞ্চগুলো ভেড়ে। গতকাল রাজধানীর প্রধান লঞ্চ টার্মিনাল সদরঘাটে যাত্রীদের বেশ চাপ দেখা যায়। বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভা-ারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রী নিয়ে টার্মিনালে আসে লঞ্চগুলো। এ ছাড়াও ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় চাঁদপুরসহ মেঘনার আশপাশের উপজেলাগুলো থেকে সারাদিনই লঞ্চ এসে ঘাটে ভেড়ে।

বরগুনা থেকে ঢাকায় ফেরা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা ইনামুল বলেন, অতিরিক্ত তিন দিন ছুটি নিয়েছি। তাই মঙ্গলবার ঢাকায় ফিরলাম। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে তেমন দুর্ভোগ না হলেও বাড়তি ভাড়া রাখা হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেনে করেও রাজধানীতে ফিরছেন মানুষ। গতকাল সারাদিন ৩৩টি আন্তঃনগর ট্রেন ঢাকায় আসে। এসব ট্রেনে ঈদে বাড়ি যাওয়া লোকজনই আসছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

 

 
Electronic Paper