ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রমজানে পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

দেশের চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অনেক বেশি মজুদ রয়েছে বলে আসন্ন রমজান মাসে পণ্যের দাম না বাড়ার আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি পণ্য পরিবহনের সময় রাস্তায় যেনো কোনো প্রকার চাঁদাবাজি না হয় সে জন্য সংশ্লিষ্টদের শিগগিরই চিঠি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়েরর সম্মেলন কক্ষে আসন্ন রমজানের প্রস্তুতি নিয়ে সাংবাদিকরা সাথে কথা বলার সময় তিনি এসব কথা জানিয়েছেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন,‘বাজারদর নিয়ন্ত্রণে রাখতে খাবার তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর টিসিবির মাধ্যমে খুব শিগগিরই বিক্রি করা শুরু করে দেবো। আমাদের ধারণা যে রমজানে পণ্যের দাম তেমনটা বাড়বে না। কারণ মজুদসহ সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে করে প্রয়োজনের তুলনায় নিত্যপণ্যের মজুদ অনেক বেশি আছে। তবে চিনিতে হয়তো এক-দু’টাকা বাড়তে পারে। কারণ চিনির উৎপাদন খরচ বেড়েছে।’

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মনিটরিংয়ের সব ব্যবস্থা গ্রহণ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপশি প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাজার মনিটর করবে। কোনো ব্যবসায়ী রমজানকে কেন্দ্র সুযোগ নিচ্ছে কি না সে বিষয়টি আমরা নজরে রাখছি। সার্বিকভাবে আমরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘পণ্য আনা-নেয়ার পথে যেন চাঁদাবাজি না হয় সে বিষয়টি আমরা শক্তহাতে দমন করবো। দু’এক দিনের মধ্যেই আমার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে দেবো। যাতে করে পথে চাঁদাবাজি কোনোভাবেই না হয়। চাঁদাবাজিটা হয়তো শতভাগ বন্ধ করা যাবে না। তবে এ বিষয়টি আমারা শক্তভাবে নিয়ন্ত্রণ করবো।

পুলিশের চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘চাদাবাজিতো চাঁদাবাজি। বন্ধ করতে চাচ্ছি তখন সবই বন্ধ করবো।’ এ বিষয়ে তিনি জনগণকেও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যেখানে চাঁদাবাজি হবে সেখানে জনগণকেও প্রতিহত করতে হবে। তাহলে এমনিতেই অনেকাংশে চাঁদাবাজি কমে যাবে।’

 
Electronic Paper