ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিয়ানমারে ভূমিকম্প, কেঁপে উঠলো বৃহত্তর চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকপম্পে কেঁপে উঠেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি তথ্য মতে, সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সমতল থেকে ৫৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।

ভূমিকম্প অনুভূত হলেও পাহাড়ি বর্মী রাজ্য চিনে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং চট্টগ্রামের উপজেলাগুলোতে খবর নিয়ে জানা গেছে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 
Electronic Paper