ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বঙ্গবন্ধু সম্পর্কে শিশুদের জানানো অভিভাবকদের দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:২৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপামর জনগোষ্ঠীকে ভালোবেসে এক বিন্দুতে জড়ো করেছিলেন। সে জন্যই আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধু যা বলে গেছেন, যা করে গেছেন, সেটাই আমাদের জানতে হবে। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে শিশু-কিশোরদের জানানো। নতুন প্রজন্মের যারা বঙ্গবন্ধুকে দেখেনি, তারা অভিভাবকদের কাছ থেকে বঙ্গবন্ধুর গল্প শুনেছে। তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতা তৈরি হবে। গতকাল তেজগাঁও কলেজে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা একথা বলেন।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা ড. ইনামুল হক বলেন, বঙ্গবন্ধু যা বলে গেছেন, যা করে গেছেন, সেটাই আমাদের জানতে হবে।

 
Electronic Paper