ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

না ফেরার দেশে সঙ্গীত জগতের নক্ষত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন মুক্তিযোদ্ধা, জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি... ইলাইহি রাজিউন)।

সকালে গণমাধ্যমের কাছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে বাবার মৃতদেহ আমাদের নিজ বাসা আফতাব নগরে রাখা হয়েছে। শেষ শ্রদ্ধ্যা জানানোর জন্য নিয়ে আসা হবে শহীদ মিনারে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে অমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।

তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষ্যের অন্যতম সাক্ষী ছিলেন।

 
Electronic Paper