ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাস্থ্য অধিদপ্তরে ১০৮১ পদ আবেদন তিন লাখ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৮১টি পদে আবেদনপত্র আহ্বান করে। এই ১০৮১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ২ লাখ ৯১ হাজার ২১ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। পদের তুলনায় যা প্রায় ২৭০ গুণ বেশি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি সহস্রাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনের শেষ সময় ছিল গত ৭ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই দিন আগেই আবেদন গ্রহণ বন্ধ হয়ে যায়। এ নিয়ে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ হয়।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যদের দৃষ্টিতে বিষয়টি এলে তারা বঞ্চিতদের আবেদনের সুযোগ করে দেন। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আমিরুজ্জামান গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের পর নিয়োগ কমিটি সভা করে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরির পদগুলোর মধ্যে হেলথ এডুকেটরের দুটি পদে ৫৮ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ছয়টি পদে এক হাজার ১৪৮ জন, পরিসংখ্যানবিদের ৩৮টি পদে চার হাজার ৩২০ জন, কীটতত্ত্বীয় টেকনিশিয়ানের চারটি পদে ২৬১ জন, স্বাস্থ্য সহকারীর ৯৩৬টি পদে দুই লাখ ৩৮ হাজার ২২৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৩১টি পদে আট হাজার ৮৬ জন, স্টোর কিপারের ৫০টি পদে ২৭ হাজার ৮৩৮ জন, ওয়ার্ড মাস্টারের ১১টি পদে পাঁচ হাজার ৬১৭ জন, ডাকরুম সহকারীর দুটি পদে ২০৯ জন ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের ১৭টি পদের বিপরীতে পাঁচ হাজার ৪৫৯টি আবেদন জমা পড়ে।

সরকারি চাকরি নামক সোনার হরিণ ধরতে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের লাখো শিক্ষিত বেকার তরুণ-তরুণী। কোথাও নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়লে নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদনের হিড়িক পড়ে যায়। শত শত আবেদন করে কারও কারও ভাগ্যে চাকরি মেলে, আবার কারও মেলে না। তবুও ‘সরকারি চাকরি’ নামক সোনার হরিণের পিছু অবিরাম ছুটছেন তারা।

 
Electronic Paper