ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু, সড়ক পথে যাচ্ছেন টুঙ্গিপাড়া

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

নির্বাচনী প্রচার শুরু করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। শেখ হাসিনা আজ বুধবার সকাল ৮টায় গণভবন থেকে রওনা হন। তিনি মুন্সিগঞ্জ হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।

দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এরপর টুঙ্গিপাড়া এবং বিকাল ৩টায় কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। রাতে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

কোটালীপাড়ায় জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে তিনি ভোট চাইবেন। নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিবেন শেখ হাসিনা। পর্যায়ক্রমে আট বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

তিনি আগামীকাল বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফেরার সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ি রাস্তার মোড় (রাজবাড়ি জেলা), পাটুরিয়া ঘাট (আরোয়া ইউনিয়ন), মানিকগঞ্জ পৌরসভার বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, এবার প্রতিটি বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা রয়েছে। সবমিলিয়ে তার নির্বাচনী সমাবেশ-জনসভা হবে প্রায় ৩০টি। প্রতিটি বিভাগের পাশাপাশি জেলাগুলোর মধ্যে রয়েছে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, নাটোর, ফেনী, চট্টগ্রাম, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাটসহ কয়েকটি জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা হবে।

 
Electronic Paper