ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জুলহাস-তনয় হত্যার প্রতিবেদন দাখিল ২৬ জুন

খোলা কাগজ প্রতিবেদক
🕐 ১২:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৮

রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়ানো হয়েছে। আগামী ২৬ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেন। এদিন মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও হত্যা মামলায় ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী ও অস্ত্র মামলায় ডিবি পুলিশের পরিদর্শক নুরুল আফসার প্রতিবেদন দাখিল না করায় নতুন করে দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল বিকেলে কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যা করা হয়। জুলহাস মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাসের বন্ধু থিয়েটার নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। এ ঘটনায় নিহত জুলহাসের ভাই ইমন মান্নান দণ্ডবিধি আইনে ও পুলিশের এসআই মো. শামীম বাদী হয়ে কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পার্সেল ডেলিভারির কথা বলে কয়েকজন যুবক বাসায় ঢুকে দু’জনকে কুপিয়ে হত্যা করে। জুলহাসের মরদেহ বেডরুমে এবং তনয়ের মরদেহ ড্রইংরুমে পাওয়া যায়। তাদের চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সিসিটিভির ফুটেজে পাঁচজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

 
Electronic Paper