ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা চান রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
🕐 ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা চান রাষ্ট্রপতি

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। ওই সময় তাকে এমন নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি সরকারি অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার ওপর জোর তাগিদ দেন।

সাক্ষাৎকালে সিএজি নিজ কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তিকল্পে গৃহীত ব্যবস্থা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলাম। সেই সঙ্গে তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper