পদ্মা সেতুতে ১০০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

স্বপ্নের পদ্মা সেতুতে ১ হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১ শত ৫০ টাকা।
এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী তিনি জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।
বুধবার স্বপ্নের পদ্মা সেতু ১ হাজার কোটি টাকার টোল আদায়ের মাইলফলক অতিক্রম করে বলে নিশ্চিত করেন তিনি।
প্রসঙ্গত, গতবছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
