ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক
🕐 ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বড় ধরনের ভূমিকম্প হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ফেসবুকে ভূমিকম্পের পূর্বাভাসের তথ্য ছড়িয়ে পড়ে।

বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে স্ট্যাটাস দিয়ে দাবি করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিপদজনক জোন ঢাকা-চট্টগ্রাম ও সিলেট।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না। ফলে এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি।

 
Electronic Paper