ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রূপপুরের মেশিনারি নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

রূপপুরের মেশিনারি নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুই বিদেশি রাশিয়ান জাহাজ। বর্তমানে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) বিকালে বন্দরের ৭ নম্বর জেটিতে ১ হাজার ৪০০ দশমিক ৪২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে নোঙর করেছে ভেনুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকাসান’ নামের রুশ জাহাজ।

একইদিনে ৩৬ মিনিটের ব্যবধানে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ নামের আরো একটি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। এই জাহাজ দুইটিতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ হাজার ৪১৫টি প্যাকেজে মোট ১ হাজার ৯১৮ দশমিক ৪৬৩ মেট্রিক টন মেশিনারি যন্ত্রাংশ আনা হয়েছে।

বিদেশি বাণিজ্যিক জাহাজ ভেনুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকাসান’ জাহাজের শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিং লাইন্সের খুলনা ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, জাহাজটি ২৭ ডিসেম্বর (শুক্রবার) রাশিয়ার নবরস্তি বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। রোববার দুপুর সোয়া ৩টায় এটি বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙর করে। পরে সেসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়।

অন্যদিকে, জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনা ম্যানেজার ওয়াসিম বলেন, দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে রাশিয়ার সেন্টপিটারভার বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ নামক বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এই জাহাজে ৪৩৬ টি প্যাকেজে ৫১৮ দশমিক ৪২১ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে।

 
Electronic Paper