ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাইবান্ধা-৫ আসনে পুনঃনির্বাচন যথাসময়ে : সিইসি

 নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২২

গাইবান্ধা-৫ আসনে পুনঃনির্বাচন যথাসময়ে : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, গাইবান্ধা-৫ আসনে পুনঃনির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। ভোটগ্রহণের বিষয়ে আগামী সপ্তাহ একটি তারিখ ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে, অনিয়মের কারণে বন্ধ ঘোষিত গাইবান্ধা উপনির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৩৪ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য শাস্তির আওতায় আনার সুপারিশ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া একজন প্রিজাইডিং কর্মকর্তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছে ১২৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫ জন পুলিশ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা।

তাদের স্ব স্ব চাকরির বিধি অনুযায়ী শাস্তির সুপারিশ করা হয়েছে। দোষী নির্বাচনী এজেন্টদের পরবর্তী নির্বাচনে এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে না। 

 
Electronic Paper