পুলিশ প্রধানের সাথে বৈঠকে করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথে বৈঠক করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।আজ বুধবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এ বিষয়ে এ্যানি বলেন, তারা ১০ ডিসেম্বরের সমাবেশসহ সম্প্রতি দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আইজিপির সাথে আলোচনা করবেন।
বিএনপি প্রতিনিধি দলে থাকবেন ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
