ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তুরাগে কেমিক্যাল বিস্ফোরণে ছয় জনের মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:০৬ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০২২

তুরাগে কেমিক্যাল বিস্ফোরণে ছয় জনের মৃত‍্যু

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ আল আমিন (৩০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হলো।

 

সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে আট জন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে আল আমিন রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখনও ২ জন চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।

 
Electronic Paper