ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বদেশীকে দেশে ফেরত পাঠিয়ে শেষ ষোলোয় জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ০২, ২০২২

স্বদেশীকে দেশে ফেরত পাঠিয়ে শেষ ষোলোয় জোকোভিচ

প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ান কিওন সুন-উই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন নোভাক জোকোভিচের সামনে। এরপর দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিস। শুক্রবার (১ উলাই) তৃতীয় রাউন্ডেও দেখা গেল একই চিত্র, এবার স্বদেশী মিওমির কেচমানোভিচকে দেশের বিমানের টিকিট কেটে দিলেন উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ।

সেন্টার কোর্টে স্বদেশী কিংবদন্তির সামনে দাঁড়াতেই পারেননি সার্বিয়ান তরুণ কেচমানোভিচ। প্রথম সেটে তো স্রেফ উড়ে গেছেন ২২ বছর বয়সী কেচমানোভিচ, হেরেছেন ৬-০ ব্যবধানে। এরপরের দুই সেটে কিছুটা হলেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন, তবে জোকোভিচ ৩৫ বছরের জোকোভিচের অভিজ্ঞতার কাছে মুখ থুবড়ে পড়ে সেসব আস্ফালন।

দ্বিতীয় সেট ৬-৩ এবং তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পৌঁছে গেছেন সপ্তম উইম্বলডন শিরোপার লক্ষ্যে ছুটে চলা জোকোভিচ। প্রি-কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে টিম ভ্যান রিথোভেনকে পাচ্ছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লামের শেষ ষোলোয় উঠেছেন ডাচ অবাছাই তারকা রিথোভেন।

দাপুটে জয়ে শেষ ষোল নিশ্চিত করেছেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজও। তৃতীয় রাউন্ডে জার্মানির অস্কার ওট্টেকে ৬-৩, ৬-১ এবং ৬-১ গেমে ধরাশায়ী করেছেন তিনি।

বাংলাদেশ সময় আজ রাত নয়টায় তৃতীয় রাউন্ডে ইতালির ২৭তম বাছাই লরেঞ্জো সনেগোর বিপক্ষে সেন্টার কোর্টে নামবেন চলতি বছরের প্রথম দুই গ্র্যান্ডস্লাম (অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন) জেতা স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।

 
Electronic Paper