ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা

সৌদি আরব ঘোষণা দিয়েছে, কেউ যদি অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এমন খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

১০ হাজার রিয়াল বাংলাদেশী মূদ্রায় প্রায় আড়াই লাখ টাকার সমান।

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল-সুয়ারেইখ বলেছেন, হজ মৌসুমে কাবা শরীফের কাছে এবং আশেপাশের রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে...নিয়ম-কানুন মানার বিষয়টি নিশ্চিত করার জন্য।

তিনি আরও বলেছেন, হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা অন্যের হয়ে হজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করছিল।

এদিকে হজ ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও হজ পালন করা অত্যাবশ্যকীয়।

এ বছর প্রায় ১০ লাখ মানুষকে হজ পালন করার সুযোগ করে দিতে যাচ্ছে সৌদি আরবের সরকার। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালন করার সুযোগ দেওয়া সম্ভব হয়েছিল।

সূত্র: আল আরাবিয়া

 
Electronic Paper