ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘শিগগিরই তেলের বাজার স্থিতিশীল হবে’: মন্ত্রিপরিষদ সচিব

শরীয়তপুর প্রতিনিধি
🕐 ৮:৪০ অপরাহ্ণ, মে ২১, ২০২২

‘শিগগিরই তেলের বাজার স্থিতিশীল হবে’: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘দেশে বর্তমানে তেলের দাম বেশি। অতিদ্রুত তেলের বাজার স্থিতিশীল হয়ে যাবে। ইন্দোনেশিয়ায় যে সমস্যাটি ছিল, তা এখন আর নেই। ইন্দোনেশিয়ার পাম তেল এলে বাজার আগের মতো হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে। খাবার নিয়ন্ত্রিতভাবে খেতে হবে। নবী আমাদের এটি শিক্ষা দিয়েছেন, কীভাবে নিয়ন্ত্রিতভাবে চলতে ও খাবার খেতে হয়। আমি মাঠে কাজ করেছি। আমি জানি মানুষের কিসে কষ্ট এবং কিসে দিশাহারা হয়ে যায়। কোনও কিছু করার আগে আমরা মানুষের জন্য ভাবি। আমরা জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতুর কাজ শেষ করে দেব। আপনারা প্রধানমন্ত্রীর মুখ থেকে দ্রুত সময়ের মধ্যে এই খবরটি শুনতে পাবেন।’

শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে উগ্রবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ করতে এই শরীয়তপুরবাসীকে অনেক ত্যাগ ও তিতিক্ষা করতে হয়েছে। আমি যখন এই প্রকল্পের দায়িত্বে ছিলাম, তখন মাঠে কাজ করতে এসে দেখেছি। তাদের কারণে এই পদ্মা সেতু আজ দাঁড়িয়েছে। এই পদ্মা সেতু পৃথিবীর সবচেয়ে বেশি যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করতে সব শ্রেষ্ঠ বিশেষজ্ঞরা আমাদের পরামর্শ দিয়েছে। আমাদের পদ্মা সেতু নির্মাণে যারা কাজ করেছেন, তাদের ডাকা হচ্ছে। অনেকেই আমাদের এটি দেখার জন্য আসতে চাচ্ছেন।’

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান।

 
Electronic Paper