ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মমেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
🕐 ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

মমেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। তারা করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন।

এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 
Electronic Paper