ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শুধু নারীর আয়োজনে মণ্ডপ

এম ইদ্রিছ আলী
🕐 ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

ময়মনসিংহ জেলায় এবার মোট ৭৬৪টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। এর মধ্যে তিন মণ্ডপে সম্পূর্ণ ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পূজা। এই তিন মণ্ডপে কোনো পুরুষের অংশগ্রহণ নয় কেবলমাত্র নারীরাই আয়োজন করেছেন পূজার। শুরু থেকে বিসর্জন পর্যন্ত নারীরাই সম্পৃক্ত থাকেন এর সঙ্গে।

এর একটি হচ্ছে ময়মনসিংহ মহানগরীর শিববাড়ী নারী শক্তি আয়োজিত পূজামণ্ডপ, একটি মুক্তাগাছা শহরের নাপিলখোলা মোড়ে মাতৃ সংঘের আয়োজনে পূজামণ্ডপ এবং বাকিটি ধোবাউড়া উপজেলায়। ধোবাউড়ায় মূলত, হিন্দুধর্মে দীক্ষিত মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ধারক হাজং সম্প্রদায়ের নারীরা প্রতিবছরের মতো এবারও এ পূজার আয়োজন করেছেন।

মুক্তাগাছা মাতৃ সংঘ পূজা উদযাপন কমিটির সভানেত্রী রুমী দাস বলেন, আমরা দীর্ঘ ৭ বছর ধরে শুধু নারীদের অংশগ্রহণে দুর্গাপূজা করে আসছি। ব্যতিক্রমী এই আয়োজনে বিপুলসংখ্যক নারী ভক্ত অংশগ্রহণ করে থাকে। খুবই আনন্দ হয়। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা নারী। তিনি এ রীতি চলমান রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

মাতৃ সংঘের সাধারণ সম্পাদক মলিনা রানী দত্ত বলেন, আমরা দীর্ঘদিন ধরে সানন্দে দুর্গাপূজার আয়োজন করে আসছি। আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় মুসলমান ও অন্য ধর্মের নারীরাও ব্যাপকসংখ্যক অংশ নিয়ে থাকেন। নারীরাও যে এককভাবে এত বড় পূজা উৎসবের আয়োজন করতে পারে আমরা তা দেখাতে চেয়েছি। এবং আমরা আয়োজন সফল করে তা প্রমাণও করেছি।

শহরের শিববাড়ীতে নারী শক্তি আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে অর্চনা করতে আসা ভক্ত অরুণা রানী সরকার বলেন, শুধু নারীদের আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এখানে আমাদের অন্যরকম আনন্দ লাগে। আমরা খুবই খুশি। আমরা এটাকে ধরে রাখার দাবি জানাই।

এদিকে নির্বিঘ্নে উৎসব সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, ডিসি, এসপি, পৌর মেয়র, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper